খাবার বড়ি কার্যকারিতাঃ মিশ্র বড়ি সঠিকভাবে গ্রহণ করলে প্রায় ৯৯.৯ শতাংশ কার্যকরী। |
খাবার বড়ি আপন আপন একটি স্বল্প মাত্রার খাবার বড়ি। |
কনডম |
ইনজেকশন
|
আইইউডি
|
টিউবেকটমি
|
|
||||||||||||||||||||||||||||||||
খাবার বড়ির সুবিধাঃ
|
১।যারা সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছেন-সন্তান জন্মের ৬ সপ্তাহ থেকে ৬ মাস বয়স পর্যন্ত। |
|
|
আইইউডি মহিলাদের জরায়ুতে স্থাপন উপযোগী একটি দীর্ঘ মেয়াদী অস্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি বাংলাদেশে সরকারী কার্যক্রমে ব্যবহৃত আইইউডি’র নাম কপার-টি ৩৮০-এ। সঠিক নিয়মে ব্যবহার করলে এটি অত্যন্ত কার্যকর (৯৯.৯৯%)। |
মহিলাদের স্থায়ী পদ্ধতি টিউবেকটমি (Tubectomy)/লাইগেশন যেসব মহিলার কমপক্ষে দুটি জীবিত সন্তান রয়েছে ও ছোট সন্তানের বয়স কমপক্ষে ১ বছর হয়েছে এবং ভবিষ্যতে নিশ্চিতভাবে আর কোন সন্তান নিতে চান না তাদের জন্য টিউবেকটমি একটি নিরাপদ ও কার্যকরী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি। |
|
||||||||||||||||||||||||||||||||
অসুবিধা সমূহঃ প্রতিদিন খেতে হয় মাসিক স্রাব বন্ধ থাকতে পারে (Post Pill amenorrhaea)। যোনিপথের পিচ্ছিলতা কমে যেতে পারে বুকের দুধ কমে যেতে পারে বিমর্ষতা দেখা দিতে পারে জন্মনিয়ন্ত্রণের খাবার বড়ি ব্যবহারের প্রথম দিকে (বিশেষত ৩ থেকে ৪ মাসের মধ্যে) ছোট খাট পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা দিতে পারে। যেমন- স্তন স্পর্শ কালে ব্যথার অনুভুতি (Tenderness), বেদনা ১.দুই মাসিকের মধ্যবর্তী সময়ে ফোঁটা ফোঁটা রক্তস্রাব ২.বমি বমি ভাব ৩.মাথা ধরা ৪.মুখে ব্রণ ৫.ওজন বৃদ্ধি ৬.যে সমস্ত মহিলার মায়োকার্ডিয়াল ইনফার্কশন (Myocardial Infarction MI)- এ আক্রান্ত হওয়ার ঝুঁকি বিদ্যমান, খাবার বড়ি তাদের ঝুঁকি আরো বাড়িয়ে দেয়। ৭. যে সমস্ত মহিলার স্ট্রোক হওয়ার ঝুঁকি আছে (যেমন ধুমপান/তামাক পাতা গ্রহণ, উচ্চ রক্তচাপ) খাবার বড়ি ব্যবহার তাদের ষ্ট্রোকের ঝুঁকি আরো বাড়ায়। শিরার রক্ত জমাট বেঁধে যাওয়ার (Venous Thromboembolism) সম্ভাবনা বেড়ে যায়। তাই অতীতে বা বর্তমানে যাদের এই সমস্যা হয়েছে তারা এস্ট্রোজেন সমৃদ্ধ মিশ্র বড়ি খেতে পারবেন না। |
যাদের জন্য উপযুক্ত নয় |
|
|
আইইউডি’র সুবিধা ১. খুবই কার্যকরী ( ৯৯.৯%) ২. দীর্ঘমেয়াদী (১০ বৎসর) ৩.সহজে প্রয়োগ করা যায় ৪.প্রয়োগ করার সাথে সাথেই কার্যকর হয় ৫.ব্যবহারে বুকের দুধের কোন তারতম্য হয় না ৬.পদ্ধতি ছেড়ে দেয়ার সাথে সাথেই গর্ভধারণ ক্ষমতা ফিরে আসে ৭.যৌন সঙ্গমে প্রতিবন্ধকতা সৃষ্টি করে না
|
টিউবেকটমি অপারেশন দুই পদ্ধতিতে করা হয় মিনিল্যাপ টিউবেকটমি (Minilap Tubectomy): এ পদ্ধতিতে মহিলাদের তলপেটের নিম্নাংশে মিনিল্যাপারটমির (সামান্য কেটে) মাধ্যমে পেটের ভিতরে আংগুল ঢুকিয়ে ডিম্ববাহী নালী উপরে তুলে আনতে হয় এবং ডিম্ববাহী নালীর কিছু অংশ বেধে কেটে ফেলে দেওয়া হয়, ফলে নালীপথের ধারাবাহিকতা বন্ধ হয়ে যায়। বাংলাদেশে এই পদ্ধতিতে টিউবেকটমি করা হয় এবং ব্যর্থতার হার খুবই কম। ল্যাপারোস্কোপির মাধ্যমে টিউবেকটমি (Laparoscopic Tubectomy): ল্যাপারোস্কোপির মাধ্যমে ডিম্ববাহী নালীতে স্প্রিং-ক্লিপ বা ফেলপ-রিং আটকিয়ে দিয়ে ডিম্ববাহী নালী পথকে বন্ধ করে দেয়া হয়, ফলে নালীপথের ধারাবাহিকতা বন্ধ হয়ে যায়। বাংলাদেশে এই পদ্ধতিতে কোথাও কোথাও টিউবেকটমি করা হয়। |
|
||||||||||||||||||||||||||||||||
খাবার বড়ি যাদের জন্য উপযুক্ত যারা জন্মনিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরী একটি অস্থায়ী পদ্ধতি নিতে চান।
|
সুবিধা |
|
|
আইইউডি’র অসুবিধা কোন গ্রহীতার প্রথম কয়েক মাস তল পেটে ব্যথা হতে পারে কোন গ্রহীতার প্রথম কয়েক মাস মাসিকের সময় রক্তস্রাব বেশী হতে পারে
|
টিউবেকটমি অপারেশনের অসুবিধা স্থায়ী পদ্ধতি বলে সিদ্ধান্ত নেয়ার আগে চিন্তা ভাবনার প্রয়োজন আছে; এটি একটি ছোট অপারেশন হলেও ঝুঁকির সম্ভবনা আছে; অপারেশনের পর কয়েক দিন ব্যথা থাকতে পারে; অপারেশন পরবর্তীকালে গ্রহীতা সন্তান চাইতে পারেন, এ ক্ষেত্রে পুনসংযোজন অপারেশনের প্রয়োজন হয়। |
|
||||||||||||||||||||||||||||||||
খাবার বড়ি যাদের জন্য উপযুক্ত নয় বাংলাদেশের প্রেক্ষিতে প্রস্ত্ততকৃত খাবার বড়ি ব্যবহারে বিবেচ্য স্বাস্থ্যগত ও সামাজিক উপযুক্ততার নির্দেশিকা অনুযায়ী সে সব স্বাস্থ্যগত ও সামাজিক অবস্থায় খাবার বড়ি প্রদান করা যাবে না তা নিম্নে বর্ণনা করা হলো প্রসবের ৬ মাসের মধ্যে যদি শিশুকে বুকের দুধ পান করান।
|
অসুবিধা |
|
|
আইইউডি প্রয়োগের সময় মাসিক চক্রের ১-৭ দিনের মধ্যে আইইউডি পরানো উত্তম। আইইউডি প্রদানে স্বাস্থ্যগত ও সামাজিক উপযুক্ততা নিম্নলিখিত কারণে আই ইউডি পরানো যাবে না যদি কোন জীবিত সন্তান না থাকে প্রসবের চার সপ্তাহের মধ্যে প্রসবোত্তর সংক্রমন ও সংক্রমিত গর্ভপাতের পর অতিরিক্ত রক্ত স্রাব যার কারণ জানা নাই
|
টিউবেকটমি অপারেশনে সরকার কর্তৃক গ্রহীতাকে নিম্নলিখিত আর্থিক সুবিধাসহ ১টি শাড়ী ও প্রয়োজনীয় ঔষধ দেয়া হয়। এছাড়াও রেফারকারীকে গ্রহীতা প্রতি ৩৪৫.০০ টাকা প্রদান করা হয়।
|
|
||||||||||||||||||||||||||||||||
খাবার বড়ির ব্যবহার বিধি বাংলাদেশে প্রায় সকল মিশ্র খাবার বড়ি প্যাকেটে ২১টি সাদা গর্ভনিরোধক বড়ি (যার প্রধান উপাদান হরমোন) এবং ৭টি খয়েরি বড়ি (আয়রন বড়ি) থাকে। কোন কোন প্যাকেটে বা পাতায় শুধু মাত্র ২১টি জন্মনিরোধক বড়ি থাকে।
|
বড়ি খাওয়া শুরু করার উপযুক্ত সময় |
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||
খাবার বড়ি প্রথম শুরু করার নিয়ম
যদি বড়ি খাওয়া বাদ পড়ে তাহলে কি করণীয়
|
বড়ি খাওয়ার নিয়ম |
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||
|
বড়ি খেতে ভূলে গেলে করণীয় |
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||
|
পদ্ধতি পরিবর্তন |
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||
|
সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া |
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||